Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
ধর্মীয় প্রতিষ্ঠান
বিস্তারিত

মেহেরপুর জেলা আয়তনে ছোট হলেও  পূর্বে এ জেলা ভারতের নদীয়া জেলার সাথে সংযুক্ত থাকার কারনে এ জেলা ধর্মীয় প্রতিষ্ঠানে বিখ্যাত একটি জেলা। এ জেলায় প্রচুর পরিমান মসজিদ, মন্দির, গির্জা, ইদগাহ মাঠ, শ্মশান ঘাট এবং খ্রিষ্টানদের কবরস্থান রয়েছে।

মসজিদ:

এ জেলায় বিপুল সংখ্যাক মসজিদ রয়েছে। তার মধ্যে খন্দকারপাড়া মসজিদ, রায়পুর মসজিদ, বড়বাজার গড়পাড়া মসজিদ, পৌরসভা ঈদগাহ মসজিদ, বাসটার্মিনাল মসজিদ, হোটেলবাজার নিমতলা মসজিদ, টিএন্ডটি কলোনী মসজিদ, মুজিবনগর স্মৃতিকমপ্লেক্স মসজিদ, কোট মসজিদ মেহেরপুর সদর উপজেলা পরিষদ মসজিদ, খাঁপাড়া মসজিদ, গাংনী পৌরসভা বাজার মসজিদ, গাংনী উপজেলা পরিষদ মসজিদ উল্লেখ্যযোগ্য।

মন্দির: 

মেহেরপুরের উল্লেখ্যোযগ্য মন্দিরসমূহের মধ্যে রয়েছে শ্রী শ্রী হরিসভা পূজা মন্দির, মহিলা কলেজ রোড, মেহেরপুর, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির, বড়বাজার, মেহেরপুর, শ্রী শ্রী নায়েববাড়ী পূজা মন্দির, বড়বাজার, মেহেরপুর, রাধামাধব মন্দির, আমঝুপি হালদারপাড়া, মেহেরপুর, মোমিনপুর শ্রী রামমন্দির পূজা মন্ডপ, পিরোজপুর, মেহেরপুর, গাংনী পৌর দুর্গা পূজা মন্দির, গাংনী, মেহেরপুর, বেতবাড়ীয়া দাসপাড়া, কালী মন্দির, গাংনী, মেহেরপুর, গাঁড়াডোব দাসপাড়া, দুর্গা মন্দির, গাংনী, মেহেরপুর, বল্লভপুর দুর্গা পূজা মন্ডপ, মুজিবনগর, মেহেরপুর, মোনাখালী শিব মন্দির, মুজিবনগর, মেহেরপুর, মহাজনপুর শ্রী শ্রী দুর্গা মন্দির, মুজিবনগর, মেহেরপুর ইত্যাদি।