বিস্তারিত
জুডিসিয়াল মুন্সিখানা শাখাটি জেলা প্রশাসকের কার্যালয়লের তৃতীয় তলার ৩০৯ নং কক্ষে অবস্থিত।জেলা প্রশাসকের কার্যালয়ের ফৌজদারী এক্সিকিউটিভ সংক্রান্ত কাজসহ জেলা ম্যাজিস্ট্রেটের প্রায় সব কাজ জুডিশিয়াল মুন্সিখানা বা জেএম শাখা থেকে সম্পাদিত হয়।
নাগরিক সেবা
নাগরিক সেবা :
(১) আইনগত সেবা
(২) বিবিধ লাইসেন্স প্রদান বিষয়ক সেবা
কার্যক্রম
কার্যক্রম :
1. জেলা আইন-শৃখলা কমিটির সভা।
2. জেলা পুলিশ ম্যাজিস্ট্রেসি সভা।
3. জঙ্গীবাদ/ সন্ত্রাসবাদ নিরোধ বিষয়ক সভা।
4. চোরাচালান নিরোধ সমন্বয় কমিটির সভা।
5. চোরাচালান বিরোধী টাষ্কফোর্স কমিটির সভা।
6. মাদক দ্রব্য নিয়ন্ত্রন কমিটির সভা।
7. জেলা আঞ্চলিক সড়ক নিয়ন্ত্রন কমিটির কাজ।
8. ইভটিজিং, নারী ও শিশু কিশোর নির্যাতন সংক্রান্ত।
9. জেলা/আঞ্চলিক সড়ক নিরাপত্তা সংক্রান্ত।
10.রাজনৈতিক মামলা প্রত্যাহার এর আবেদন/ সুপারিশ।
11.আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান/বাতিল/নবায়ন।
12.আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুন্যাল সংক্রান্ত।
13.দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত।
14.বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণকে ক্ষমতা অর্পন।
15.বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের কাজের মূল্যায়ন।
16.বিজ্ঞ পিপি/জিপি /এপিপি নিয়োগ।
17.মোবাইল কোর্ট আইন ২০০৯ মতে ব্যবস্থা গ্রহণ।