অবস্থান
মেহেরপুর জেলা ২৩.৪৪/ থেকে ২৩.৫৯/ ডিগ্রী অক্ষাংশ এবং ৮৮.৩৪/ থেকে ৮৮.৫৩/ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত।এটি বাংলাদেশের পশ্চিমাংশের সীমান্তবর্তী জেলা। এ জেলার উত্তরে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাও পশ্চিমবঙ্গ (ভারত);দক্ষিণে চুয়াডাঙ্গাজেলার জীবনগর, দামুড়হুদা থানাও পশ্চিসমবঙ্গ (ভারত);পূর্বে কুষ্টিয়া জেলার মিরপুর,চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা,পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ।মেহেরপুরের পশ্চিমাঞ্চল জুড়ে উত্তর-দক্ষিণে বিস্তৃত প্রায় ৬০ কিলোমিটার ভারতীয় সীমান্ত রয়েছে।
মেহেরপুরের মোট আয়তন - ৭১৬.০৮ বর্গকিলোমিটার।
উপজেলা ভিত্তিক আয়তন নিম্নরূপঃ
মেহেরপুর সদর - ২৬১.৪২ বর্গকিলোমিটার।
গাংনী - ৩৪১.৯৮ বর্গকিলোমিটার।
মুজিবনগর - ১১২.৬৮ বর্গকিলোমিটার।
আয়তন শতকরা হারঃ
মেহেরপুর সদর - ৩৬.৫১%
গাংনী - ৪৭.৭৬%
মুজিবনগর - ১৫.৭৩%
জনসংখ্যা - ৬,৫৫,৩৯২
পুরুষ - ৩,২৪,৬৩৪
মহিলা - ৩,৩০,৭৫৮
বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার = ১.০২%
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস