মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশন, মেহেরপুর।
(1) ২০০৮ সালে ফেডারেল ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশন (ফিফা) এর নির্দেশ মোতাবেক গঠিত হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফুটবল ফেডারেশনের গঠনতন্ত্রের আলোকে জেলা ফুটবল এসোসিয়েশন গঠিত হয়। স্থানীয় জেলা ফুটবল এসোসিয়েশনের গঠনতন্ত্র মোতাবেক জেলা ফুটবল এসোসিয়েশন পরিচালিত হয়।
(2) ক্রীড়া মন্ত্রনালয়ের নির্দেশ মোতাবেক স্টেডিয়াম ভবনের একটি কক্ষ বরাদ্দের মাধ্যমে অফিসের কার্যক্রম পরিচালিত হয়।
(3) প্রতি বছর জেলা ফুটবল লীগ ও জেলার বাহিরে ফুটবলের বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করা হয়।
(4) বয়সভিত্তিক খেলোয়াড় বাছাই করে প্রশিক্ষণের মাধ্যমে বিভাগীয় পর্যায়ে খেলোয়ার পাঠানো হয়।
(5) মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের কোন অফিস বিল্ডিং ও খেলার মাঠ নাই।
(6) জাতীয় ক্রীড়া পরিষদ থেকে কোন অর্থ না পাওয়ায় খেলাধুলা পরিচালনার ব্যাঘাত ঘটছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস