১৯৭১ সালে যে সব বীর মুক্তিযোদ্ধা এবং যাঁরা পাকিস্থানি সৈন্যদের হাতে নির্মমভাবে নিহত হয়েছে তাঁদের স্মৃতি রক্ষার্থে মেহেরপুর পৌর কবরস্থানের পাশে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। এখানে প্রতি বছর মহান স্বাধীনতা ও বিজয় দিবসে মাল্যদান করে তাঁদের শ্রদ্ধা ভরে স্মরণ করা হয়ে থাকে।
তাছাড়া মেহেরপুর জেলার প্রাণকেন্দ্রে শহীদ সামশুজ্জোহা পার্কে আরও একটি স্মৃতিসৌধ নিমার্ণ করা হয়েছে যেখানে বছরের বিভিন্ন দিবসে শহীদদের স্মরনে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামখচিত একটি স্মৃতিফলক রয়েছে জেলা পরিষদ মেহেরপুরে ও একটি গণকবর রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় মেহেরপুরের আঙ্গিনায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস