প্রাকৃতিক সম্পদঃ গ্যাস, কয়লা বা অন্য কোন খনিজ সম্পদ অদ্যবদি আবিস্কৃত হয় নি। তবে এ জেলার অধিক ফসল দাতা অতি উর্বর জমি, সুস্বাদু আম লিচু সহ অনেক দেশীয় ফলের বাগান এখানকার মাটির নিচে সম্পদ না থাকার অভাব পূরণ করেছে। এ ছাড়াও এ জেলার বুক চিরে বয়ে যাওয়া কাজলা, মাথাভাঙ্গা, ভৈরব ও ছেউটিয়া নদী এবং কোলা বিল, চাঁদবিলক সহ আরও অনেক খালবিল এখানকার মৎস্য সম্পদে গুরুত্বপূর্ণ অবদান রাখা সহ এ সবুজ এ জেলার প্রকৃতিকে নয়ানাভিরাম করে তুলেছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS